Sylhet Today 24 PRINT

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুলাই, ২০২২

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের অধরা শিরোপা জয়ের পথে আরও এক ধাপ আগ্রসর হলো বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের দল।

ভারতের ভুবনেশ্বরের কলিংগা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চেপে ধরে বাংলাদেশ। ১৮ মিনিটের মাথায় লিড নেয় লাল সবুজ জার্সিধারীরা। মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তিন মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন মিরাজুল। ৩১ মিনিটের মাথায় বাঁ পাশ থেকে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন রাফিকুল ইসলাম। ব্যবধান দাঁড়ায় ৩-১ এ।

ম্যাচের ৪২তম মিনিটে ফের আঘাত হানেন মিরাজুল। নিজের হ্যাটট্রিক কোঠা পূর্ণ করার পাশাপাশি ব্যবধান ৪-০ করেন প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের এ নায়ক।

প্রথমার্ধে চার গোল হজম করে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে মালদ্বীপ। একের পর এক আক্রমণ চালিয়ে সফলতাও পেয়ে যায় ম্যাচের ৫৩তম মিনিটে। তবে এতে কমে কেবল ব্যবধানই কমেছে।

এরপর আর গোলের দেখা মেলেনি কারও। ৪-১ গোলের বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.