Sylhet Today 24 PRINT

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২২

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার সুবাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের। এরমধ্যে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন মুস্তাফিজও।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এরমধ্যে প্রথম ওয়ানডেতে অনুজ্জ্বল ছিলেন এই বাঁহাতি পেসার। ৯ ওভার বোলিং করে ৫৭ রানের খরচায় নেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে চোটে পড়ায় অনুপস্থিত ছিলেন এই বোলার। তৃতীয় ও শেষ ম্যাচে এসে ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জেতাতে সাহায্য করেন মুস্তাফিজ।

এরফলে ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দশে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। এদিকে তাইজুল দুই ম্যাচে তিন উইকেট নিয়ে এগিয়েছেন ১৮ ধাপ। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৮১তম স্থান থেকে এক লাফে ৫৩তম অবস্থানে এসেছেন এই বাঁহাতি স্পিনার।

এদিকে ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মেহেদী মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে ভালো করতে না পারায় ছয় থেকে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন মিরাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.