Sylhet Today 24 PRINT

নাগপুরের পিচ ‘বাজে’, সতর্ক করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৫

অতি স্পিন বান্ধব পিচে দক্ষিণ আফ্রিকানরা ভারত সফরে নাকানিচুবানি খাওয়ার পর পিচ নিয়ে বিতর্ক উঠে ক্রিকেট মহলে। অবশেষে  নাগপুরের জামথা স্টেডিয়ামের পিচকে 'বাজে' বলে সতর্ক করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের পর ম্যাচ রেফারি জেফ ক্রো এ পিচকে বাজে বলে আখ্যা দিয়ে এক রিপোর্ট জমা দিয়েছিলেন । তারই ভিত্তিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি অফিসিয়ালি এমন মন্তব্য করলো।

আইসিসির এমন সতর্কতার বিপরীতে ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখনও কোন মন্তব্য করেনি। তবে এর আগে বোর্ডের কর্মকর্তারা পিচকে সমর্থন করেছিলেন। ক্রো’র রিপোর্ট জমা দেওয়ার পর আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডিস ও প্রধান ম্যাচ রেফারি রঞ্জনা মাদুগালে সতর্ক করেন।

এবারের যাত্রা নাগপুর শুধুমাত্র সতর্কতাই পেল। কারণ এর আগে এই পিচে কোন রকম সমস্যা পাওয়া যায়নি। নাগপুরের তৃতীয় টেস্টে ৪০টি উইকেটের মধ্যে ৩৩টি উইকেটই গিয়েছিল স্পিনারদের দখলে। পিচ অতি মাত্রায় মন্থর হওয়ার কারণে কোন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.