Sylhet Today 24 PRINT

দেশে ফিরল চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০২২

সাফের শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে বাংলাদেশকে গৌরবের মুহূর্ত এনে দিয়েছে নারী ফুটবল দল। তারা ৫৬ হাজার বর্গমাইলের জনগণকে ভাসিয়েছেন সফলতার শিখর ছোঁয়ার আনন্দে। শিরোপা নিয়ে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা নেপাল থেকে পৌঁছেছেন দেশে।

এসে গেছে সেই মাহেন্দ্রক্ষণ। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশের মেয়েদের বহনকারী বিমান। এবার তাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

সামাজিক ও অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা এড়িয়ে আসা অদম্য মেয়েদের চাওয়া অনুসারে এক দিনের মধ্যে তৈরি হয়ে গেছে কাঙ্ক্ষিত 'ছাদখোলা' বাস। সেই বাসে তাদের ছবিসহ বসে গেছে 'চ্যাম্পিয়ন্স' স্টিকার।

বাংলাদেশ দলের ফুটবলারদের বিমানবন্দর থেকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানোর সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের নেওয়া হবে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে। তাদের যাত্রাপথ থাকছে রঙিন। মেয়েদের স্বাগত জানাতে বিমানবন্দর ও এর আশেপাশে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

গত সোমবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল আসে কৃষ্ণা রানি সরকারের পা থেকে। অন্য গোলটি করেন বদলি নামা শামসুন্নাহার জুনিয়র। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান অনিতা বাসনেত।

সাফের গত পাঁচ আসরের সবকটিতে শিরোপা জিতেছিল ভারত। এবার বাংলাদেশের মেয়েদের মাধ্যমে নতুন চ্যাম্পিয়নের দেখা পেয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটবল আসরটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.