Sylhet Today 24 PRINT

দলে আমির থাকায় অনুশীলন বয়কট হাফিজ, আজহারদের

স্পোর্টস ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

পাকিস্তানের প্রাথমিক দলে স্পট ফিক্সিংয়ে জেল খাটা ও পাঁচ বছর নিষিদ্ধ থাকা মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তি মোটেও ভাল ভাবে মেনে নিতে পারছেন না দলটির সিনিয়র ক্রিকেটাররা ।

মোহাম্মদ হাফিজ বিপিএলের সময়ই জানিয়েছিলেন, ‘যে দেশকে কলঙ্কিত করেছে তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না।’

আমির ডাক পাওয়া তাই তিনি নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন নি। এবার খোদ পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলিও একই নীতি নিয়েছেন। জানিয়ে দিয়েছেন আমিরের সাথে একই দলে খেলতে পারবেন না তিনিও।

অনুশীলনে না আসার কারণ জানিয়ে আজহার বলেছেন, ‘আমির থাকলে আমি অনুশীলন করব না। এটা আমার সিদ্ধান্ত। পিসিবির সঙ্গে এ নিয়ে আলোচনা করতে রাজি। তবে হাফিজের সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে পারব না।

সিনিয়র ক্রিকেটারদের এই সিদ্ধান্ত বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিষিদ্ধাদেশের পর ক্রিকেটে ফিরে দারুণ ফর্মে থাকা পেসার আমিরকেও বাদ দেয়া কঠিন তাদের জন্য। অপরদিকে হাফিজ-আজহারের মত সিনিয়ররা না খেললে দল অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে।

সূত্র: ক্রিকইনফো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.