Sylhet Today 24 PRINT

যেভাবে দেখা যাবে কাতার-ইকুয়েডরের ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২২

কাতার-ইকুয়েডর মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপে ২২তম আসর। ম্যাচটি শুরু হবে আজ রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায়।

দেশের তিনটি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি। উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এছাড়া টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন (জি টিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

অনলাইনেও দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ। বাংলাদেশ ভিত্তিক অ্যাপ টফিতে দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এ ম্যাচ।

ইকুয়েডরের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়ে থাকলেও কাতারের বাড়তি শক্তিমত্তা ঘরের মাঠ। সঙ্গে আত্মবিশ্বাস জোগাবে দলটির সাম্প্রতিক ফর্ম। ফেলিক্স সানচেজের শিষ্যরা নিজেদের খেলা শেষ চারটি প্রীতি ম্যাচের চারটিতেই জিতেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.