Sylhet Today 24 PRINT

বিপিএল ড্রাফট: কুমিল্লায় লিটন, সৌম্য ঢাকায়, শান্ত-মুশফিক সিলেটে

স্পোর্টস ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফটে বুধবার দুই রাউন্ড শেষে নবম আসরের ৭ দল তাদের স্কোয়াডে যোগ করেছে চারজন করে খেলোয়াড়। নাজমুল হোসেন শান্তকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সৌম্য সরকারকে দলে টেনেছে ঢাকা ডমিনেটরস। এদিকে ড্রাফটে প্রথম ধাপেই কুমিল্লা তারকা ব্যাটার লিটন দাসকে দলে ভিড়িয়েছে। এরপর সিলেট দলে নিয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে।

ড্রাফট থেকে জাতীয় দলের আরেক ক্রিকেটার ইয়াসির রাব্বিকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। গেলবারের চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুলের ঠিকানা সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।  চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে টেনেছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

মোহাম্মদ মিঠুনকে নিয়েছে ঢাকা। রংপুর রাইডার্স দলে নিয়েছে শেখ মেহেদী হাসানকে। পরবর্তীতে ফরচুন বরিশাল দলে টানল জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। শেষে এসে খুলনা টাইগার্স যোগ করে মোহাম্মদ সাইফউদ্দিনকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে আজ বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর অভিজাত এক হোটেলে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই ড্রাফট কার্যক্রম।

দুই রাউন্ড শেষে খুলনা টাইগার্স দলে নিয়েছে, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলামকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়েছে লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েসকে।

অন্যদিকে ঢাকা ডমিনেটরস তাদের দলে ভিড়িয়েছে মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানিকে। আর ফরচুন বরিশালে জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়ের।

এদিকে রংপুর রাইডার্সে শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান (জুনিয়র), চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী রানা, ইরফান শুক্কুর ও সিলেট স্ট্রাইকার্সে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদকে তাদের দলে ভিড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.