Sylhet Today 24 PRINT

কাতারে বিশ্বকাপ জিততে এসেছে ব্রাজিল: কোচ

স্পোর্টস ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপ শুরুর পঞ্চম দিনে প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া।

ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, বিশ্বকাপ জিততেই কাতারে এসেছে তার দল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া। এই ম্যাচে মাঠে নামার আগেই ব্রাজিল দলের উপর আছে প্রত্যাশার চাপ। সেই চাপ সামলে দল বিশ্বকাপ জিততে প্রস্তুত বলে মনে করেন তিতে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ তিতে বলেন, “চাপ আমাদের জন্য স্বাভাবিক একটি বিষয়। ব্রাজিল ফুটবল ইতিহাসে এটা বেশ পুরোনো। আমাদের দলে বিশ্ব মিডিয়ার নজর আছে এমন খেলোয়াড় অনেক। চাপকে আমরা স্বাভাবিকভাবেই দেখি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই কাতারে এসেছে। তাই চাপ থাকবেই।”

২০০২ সালের পর আর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপেও ছিল ব্যর্থতার ছাপ। তবে এখন তা নিয়ে একদমই ভাবতে নারাজ তিতে। তিনি বলেন, “চার বছর আগের চেয়ে আজ আমার অনুভূতি একেবারেই ভিন্ন। আমরা নার্ভাস নই। কারণ বিশ্বকাপ জিততে যা করার দরকার সবই করেছি আমরা।”

ম্যাচের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের শুরুর একাদশ ছড়িয়ে পড়লেও এখনও তা খোলাসা করেননি তিতে। জানান, প্রতিপক্ষ বিবেচনা করে তবেই নির্ধারিত হবে একাদশ।

বাংলাদেশ টেলিভিশন, টেন স্পোর্টস ও গাজী টিভি ম্যাচ দেখাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.