Sylhet Today 24 PRINT

প্রথমের অপেক্ষায় ঘানা-দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে এশিয়ান দল দক্ষিণ কোরিয়া নিজেদের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। জয় না পেলেও দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ‘টাইগারস অব এশিয়া’ খ্যাত কোরিয়া। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফ্রিকান দল ঘানার বিপক্ষে মাঠে নামবে তারা।

নিজেদের প্রথম ম্যাচে ঘানা পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে ব্লাক স্টার্স খ্যাত দলটি। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দারুণ উজ্জীবিত ছিল দক্ষিণ কোরিয়ানরা। তারা যেভাবে লড়াই করেছে, তাতে ঘানার বিপক্ষে জয় তুলে নিতে পারে। পুরো ম্যাচে কোচ পাওলার বেনটোর দলকে আটকে রাখে। রক্ষণভাগ তাদের শক্তির পরিচয় দিয়েছে। কোরিয়ার সামনে এখন সুযোগ ঘানার বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার।

২০১০ সালের পর প্রথমবারের মতো নক-আউট পর্বে খেলার হাতছানি তাদের সামনে। এ লক্ষ্য তাদের পূরণ করার পালা। তারা আত্মবিশ্বাসী। কেননা গত চারটি ম্যাচের তিনটিতে একটি গোলও হজম করেনি এশিয়ান জায়ান্টরা। রক্ষণভাগের কিম মিন-জায়ের প্রশংসা করতেই হবে। রক্ষণভাগ শক্ত হলেও আক্রমণভাগ ততটা ধারালো দেখা যায়নি কোরিয়ানদের। প্রথম ম্যাচে টার্গেটে একটি শটও নিতে পারেনি তারা। কোরিয়া দলের প্রাণ সন হিউং-মিন। উরুগুয়ের বিপক্ষে প্রটেকটিভ মাস্ক পরে খেলতে নেমেছিলেন তিনি। ঘানার বিপক্ষে জ্বলে উঠতে চাইবেন এই তারকা ফুটবলার।

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে পর্তুগালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে ঘানা। ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গোলের পর হুয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াওয়ের গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। তবে রোনালদোর পেনাল্টির পর আন্দ্রে আইয়ু সমতায় ফিরিয়ে ছিলেন। এরপর ওসমান বুকারি আরও এক গোল করলে পর্তুগিজ শিবিরে অস্বস্তি দেখা দেয়। শেষ পর্যন্ত অবশ্য ঘানা আর ম্যাচে ফিরতে পারেনি। প্রথম ম্যাচে হারের ফলে আফ্রিকানরা গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় রয়েছে। কোরিয়ার কাছে হেরে গেলে ঘানার বিদায় নিশ্চিত হয়ে যাবে।

এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও ঘানা ৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে শেষ ছয়টি ম্যাচে প্রত্যেক দল চারটি করে জয় পেয়েছে। অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সর্বশেষ ২০১৪ সালের প্রীতি ম্যাচে ঘানা ৪-০ গোলে হারিয়েছিল কোরিয়াকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.