Sylhet Today 24 PRINT

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে ৪ পরিবর্তন

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে নকআউটে ওঠার আগে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেক্সিকোর বিপক্ষের ম্যাচজয়ী একাদশ থেকে ৪টি পরিবর্তন করেছেন তিনি।

আর্জেন্টিনার একাদশে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ সব জায়গাতেই খেলোয়াড় বদল করেছেন স্কালোনি।

ডিফেন্সে লিসান্দ্রো মার্তিনেস ও গনসালো মন্তিয়েলের জায়গায় খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও নায়ুয়েল মলিনা।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় খেলবেন তরুণ তারকা এনজো ফার্নান্দেস। মেক্সিকোর বিপক্ষে দর্শনীয় এক গোল করে আলোচনায় আসেন ২১ বছর বয়সী এ উইঙ্গার।

আক্রমণভাগেও তারুণ্যের ওপর ভরসা করছেন স্কালোনি। অভিজ্ঞ লাউতারো মার্তিনেসকে বেঞ্চে বসিয়ে একাদশে রেখেছেন হুলিয়ান আলভারেসকে।

ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপে দলের হয়ে আগের দুই ম্যাচ খেললেও সময়ের অভাবে খুব বেশি প্রভাব রাখতে পারেননি ম্যাচে।

আক্রমণভাগে আলভারেসের সঙ্গে অবশ্যই আছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। পোল্যান্ডকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে চলে যাবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার একাদশ: এমি মার্তিনেস, নায়ুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মারকোস আকুনিয়া, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও হুলিয়ান আলভারেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.