Sylhet Today 24 PRINT

পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে মরক্কোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২২

ফেবারিট পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ল মরক্কো। আরব-আফ্রিকান দেশটি প্রথমবারের মতো ওঠল বিশ্বকাপের সেমিফাইনালে।

শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার-ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো।

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে আগেই ইতিহাস গড়েছিল মরক্কো। এবার তারা ইতিহাস লিখল নতুন করে, জায়গা করে নিল শেষ চারে, যেখানে পা পড়েনি আফ্রিকার আর কোনো দেশের।

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বেলজিয়াম ও কাডানাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নেয় উত্তর আফ্রিকার দেশটি। এরপর শেষ ষোলোয় স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দেয় ৩-০ গোলে। এবার এই জয়। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ফ্রান্স অথবা ইংল্যান্ডের।

পর্তুগাল পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায়। ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিকে জোয়াও ফেলিক্সের জোরাল হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক ইয়াসিন বোনো। দুই মিনিট পর সুযোগ আসে প্রথমবার শেষ আটে ওঠা মরক্কোর সামনে। হাকিম জিয়াশের কর্নারে এন-নেসিরির হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। যদিও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

২৬তম মিনিটে আরেকটি সুযোগ পান এন-নেসিরি। এবার জিয়াশের ফ্রি-কিকে তার হেড লক্ষ্যে থাকেনি। চার মিনিট পর বক্সের বাইরে থেকে ফেলিক্সের জোরাল শটে বল মরক্কোর জাওয়াদ ইয়ামিকের গায়ে লেগে ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়।

৪২তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। পর্তুগালের গোল হজমে যথেষ্ট দায় আছে গোলরক্ষক দিয়োগো কস্তার। বাঁ দিক থেকে ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহর ক্রস পোস্ট ছেড়ে এগিয়ে এসে পাঞ্চ করার চেষ্টায় হাতই ছোঁয়াতে পারেননি তিনি। পর্তুগালের এক খেলোয়াড়ের ওপর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন এন-নেসিরি। মরক্কোর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে তিন গোল করলেন সেভিয়ার ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

একটু পর সমতায় ফিরতে পারত ফের্নান্দো সান্তোসের দল। ডান দিক থেকে ফের্নান্দেসের ভলি ক্রসবার কাঁপিয়ে ফেরে।

প্রথমার্ধে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য পর্তুগাল শট নেয় পাঁচটি, যার একটি ছিল লক্ষ্যে। আর মরক্কোর সাত শটের দুটি লক্ষ্যে, একটি সফল।

দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন আনেন পর্তুগাল কোচ। রুবেন নেভেসের জায়গায় রোনালদো ও রাফায়েল গেরেইরোকে তুলে জোয়াও কানসেলোকে নামান তিনি। এতে আরেকটি রেকর্ডে নাম লেখান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরার এবার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ারকে ছুঁয়ে ফেললেন, ১৯৬ ম্যাচ।

সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করা রামোস ৫৮তম মিনিটে একটি সুযোগ পান। এই ফরোয়ার্ডের হেড লক্ষ্যে থাকেনি। ছয় মিনিট পর ফের্নান্দেসের জোয়াল শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।

৮৩তম মিনিটে দুর্দান্ত সেভ করে জাল অক্ষত রাখেন বোনো। ডি-বক্সে ফেলিক্সের বাঁ পায়ের জোরাল শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

আট মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রোনালদোর শটও ঠেকিয়ে দেন বোনো। খানিক পর সব অনিশ্চয়তার ইতি টেনে দিতে পারতেন জাকারিয়া আবুখলাল। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.