Sylhet Today 24 PRINT

বাংলাদেশের খেলা থাকলে আইপিএলে কাউকে ছাড়া হবে না

স্পোর্টস ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২২

আগামী আইপিএলে বাংলাদেশ থেকে প্রথমবার একসঙ্গে তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। মোস্তাফিজুর রহমানকে আগেই ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। পরশু আইপিএলের ড্রাফট থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

তবে তিনজনকেই পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। আইরিশরা এই সফরে এক টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশের খেলা থাকলে কোনো ক্রিকেটারকে আইপিএলের জন্য ছাড়া হবে না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

গতকাল সোমবার ধানমন্ডিতে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ফাইনাল শেষে সংবাদমাধ্যমের সামনে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যত বেশি ক্রিকেটার আইপিএলে যাবে, আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে, তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এর মধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। না হলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’

এ ক্ষেত্রে ক্রিকেটারদের চোট ভাবাচ্ছে বিসিবিকে। এ নিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এটা (আইপিএলে সুযোগ পাওয়া) অবশ্যই আমাদের জন্য খুবই ভালো। আমরা কিন্তু সব ক্রিকেটারকে সব খেলায় পাই না। কিছু ক্রিকেটার আছে খুবই চোটপ্রবণ। এদের নিয়ে আমাদের চিন্তা করা উচিত। খেলতে যাবে, তারপর? একে তো এখানে আমরা খেলাতে পারি না। অনেক পেসার যেমন খেলাতে পারছে না। ভালো হবে, ভালো হয়ে ওখানে খেলবে। তারপর যদি চোটে পড়ে, তাহলে তো জাতীয় দলে খেলতে পারবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.