Sylhet Today 24 PRINT

মেসিদের দায়িত্বে থাকছেন স্কালোনিই

স্পোর্টস ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২২

২০১৮ সালে দায়িত্ব নেওয়া লিওনেল স্কালোনির সঙ্গে কাতার বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তবে বিশ্বকাপের পরও আর্জেন্টিনার কোচ হিসেবে ডাগআউটে থাকবেন স্কালোনি।

আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা অবশ্য আসেনি। তবে দুই পক্ষই মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন তাতে। স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে এফএ এর সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, 'স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমরা দুজনেই কথার বরখেলাপ করি না। আমরা মৌখিকভাবে রাজি হয়েছি।'

গেল বছর কোপা আমেরিকার শিরোপার মাধ্যমে ২৮ বছরের বন্ধ্যাত্ব আর্জেন্টিনা ঘোচায় স্কালোনির অধীনেই। সদ্যই শিষ্যদের নিয়ে বিশ্বকাপ জেতা ৪৪ বছর বয়সী এই কোচ বর্তমানে ব্যস্ত উদযাপনে। বিভিন্ন স্থানে ভ্রমণ করে বেড়াচ্ছেন তিনি। ছুটি শেষে স্কালোনি ফিরলেই নতুন চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দোর পর তৃতীয় কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করিয়েছেন লিওনেল স্কালোনি। তাই দেশটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.