Sylhet Today 24 PRINT

‘অভিনয়’ করে লাল কার্ড পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের বিরতির পর মাঠে ফিরেই লাল কার্ড দেখতে হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। পিএসজির হয়ে স্ট্রসবার্গের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে ইচ্ছা করে ডাইভ দিয়ে পড়ে যান তিনি। রেফারি নেইমারের এই অভিনয়ের জন্য তাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেটা পরিণত হয় লাল কার্ডে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে।

মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। দ্বিতীয়টাতে যে অভিনয় করতে গিয়েছিলেন, তা স্পষ্ট ধরা পড়েছে রেফারির চোখে। কালবিলম্ব না করে তাই তিনি দ্রুত প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড বের করে দেখান।

প্রথম হলুদ কার্ড দেখেন ম্যাচের ৬১তম মিনিটে। এ সময় স্ট্রসবার্গের মিডফিল্ডার আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে জোরে গুঁতো দেন নেইমার। যার ফলে রেফারি ক্লেমেন্ট তুরপিন হলুদ কার্ড দেখান নেইমারকে। এর দুই মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর এটা নেইমারের পঞ্চম লাল কার্ড। এর ফলে আগামী রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।

বিশ্বকাপ বিরতির পর মেসিকে ছাড়াই বুধবার রাতে স্ট্রসবার্গের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নেইমারের লাল কার্ড সত্ত্বেও ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন কিলিয়ান এমবাপে।

পিএসজির প্রথম গোলে অবদান ছিল নেইমারের। ম্যাচের ১৪তম মিনিটে তার করা ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে দেন মার্কুইনহোস। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে সেই মার্কুইনহোসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্ট্রসবার্গ। নেইমারের অভিনয় এবং লাল কার্ডের কারণে ৬৩ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির ২-১ গোলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.