Sylhet Today 24 PRINT

পয়েন্ট হারিয়ে বার্সা থেকে আরও পেছাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২৩

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতের ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচে একের পর এক আক্রমণ করেও সোসিয়েদাদের রক্ষণ ভাঙতে পারেননি করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়ররা।

এই ম্যাচ থেকে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে গেল রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ম্যাচের চতুদর্শ মিনিটে গোল পেতে পারতেন ভিনিসিয়াস। ডি-বক্সের মুখে একজনকে কাটিয়ে এগিয়ে গিয়ে কোনাকুনি শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ক্রসবার ঘেঁষে বল চলে যায় বাইরে। তিন মিনিট পর এবার সোসিয়েদাদের আক্রমণ, স্প্যানিশ মিডফিল্ডার আসিয়ের ইয়ারামেন্দির জোরাল শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় রিয়াল।

৩১তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পায় রিয়াল মাদ্রিদ, তবে টনি ক্রুসের দূরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তিন মিনিট পর বেনজেমার শট আটকান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ২০ সেকেন্ডের মাথায় লক্ষ্যে শট নেন দানি সেবাইয়োস, ঠেকিয়ে দেন গোলরক্ষক। দুই মিনিট পর বেনজেমার ছোট থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে ভিনিসিয়াসের শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক রেমিরো।

৫৭তম মিনিটে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে শট নেন রদ্রিগো, দারুণ ট্যাকলে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান সোসিয়েদাদ মিডফিল্ডার ইগোর জুবেলদিয়া।

৭১তম মিনিটে ভিনিসিয়াসের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় রেমিরোর দেয়ালে। বেনজেমার পাস ধরে প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস, গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে চেষ্টা করেন চিপ শটের; তবে হাত বাঁড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

বাকি সময়েও একচেটিয়া চাপ ধরে রিয়াল। অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে তারা ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি, কিন্তু ফিনিশিংয়ে কার্যকর হতে পারেনি।

শনিবার জিরোনাকে হারিয়ে রিয়ালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। ঘরের মাঠে হোঁচট খাওয়ার পর সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৪২। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল সোসিয়েদাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.