Sylhet Today 24 PRINT

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণপদক

স্পোর্টস ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৩

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। এশিয়ার মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটিকসে এটিই সবচেয়ে বড় সাফল্য।

কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠানরত প্রতিযোগিতায় ৬০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি সময় নিয়েছেন ৬.৫৯ সেকেন্ড।

শনিবার সকালেই প্রতিযোগিতার দ্বিতীয় দিনের হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। তখন তিনি সময় নেন ৬.৭০ সেকেন্ড। তখন পর্যন্ত তার ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।

বিকেলে এশিয়াডের সেমিতে সময় নেন ৬.৬১ সেকেন্ড। ভাঙেন তার আগের রেকর্ড। এরপর রাতে ফাইনালে সময় নেন ৬.৫৯ সেকেন্ড। এটি এখন তার ক্যারিয়ার সেরা টাইমিং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.