Sylhet Today 24 PRINT

লিগে ক্রিকেটারদের দিয়ে পাতানো ম্যাচ খেলানোর অভিযোগ তাপস বৈশ্যের

ক্রীড়া প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ছবি তাপস বৈশ্যের ফেসবুক থেকে নেওয়া

সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জন করেছেন স্থানীয় সিনিয়র ক্রিকেটাররা। বিভাগীয় দল বা ডিপিএলে নিয়মিত খেলেন যারা, তাদের ছাড়াই চলছে এই লিগ। বিভিন্ন একাডেমি ও বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের দিয়ে খেলানো হচ্ছে। আর এমন লিগকে দায়সারা ও ক্রিকেটারদের দিয়ে পাতানো ম্যাচ খেলার অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন তাপস। সেই ভিডিওতে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজক ও ক্লাব কর্তাসহ সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে ধুয়ে দিয়েছেন তিনি। ক্রিকেট কর্তারা স্থানীয় ক্রিকেটারদের বিনোদন ও প্রফেশন দুটোই কেড়ে নিয়েছেন বলেও মন্তব্য করেছেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এই পেসার।

ভিডিওতে তিনি বলেছেন, ‘সিলেটে ক্রিকেট লিগ চলছে। কিন্তু প্রতিষ্ঠিত খেলোয়াড়রা খেলছে না, যারা ঢাকায় প্রিমিয়ার ডিভিশন ও প্রিমিয়ার লিগ খেলে থাকে তাদের ছাড়াই লিগ আয়োজন করে কেমন লাগছে? আমি শুধু এটা জানতে চাই। সিলেটের চার জেলা দল ও বিভাগীয় দলের কোনো ক্রিকেটারই খেলছে না। তাদের ছাড়া লিগ আয়োজন করে, ছবি পোস্ট করে যারা বোঝাতে চাচ্ছেন লিগ ভালোই চলছে, তাদের কাছে প্রশ্ন; আপনারা খুশি তো?’

তিনি যোগ করে বলেন, ‘আপনারা ক্ষমতার অপব্যবহারের কারণে ছেলেরা কিছুই বলতে পারছে না। তারা রেলিগেশন ভিত্তিক লিগ চাচ্ছে। সেটা না হওয়াতে তারা এবার খেলছে না। কারণ ওরা মানহীন ক্রিকেট খেলে বড় হয়নি।’

জেলা ক্রীড়া সংস্থার দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘ভাই আপনারা যেহেতু আপনাদের রুটিন ওয়ার্কটা করতে পারছেন না, তাহলে এমন লিগ আয়োজন করবেন না। আপনার শহরের প্রতিষ্ঠিত ক্রিকেটাররা এবারের লিগে খেলছে না। সেটা দেখে কি আপনাদের খারাপ লাগছে না? তারা তো টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলছে না, তারা শুধু চায় মানসম্মত একটা লিগ। যেখানে থাকবে রেলিগেশন পদ্ধতি। এটুকুই ছিল তাদের চাওয়া।’

ভিডিওতে তাপস আরও বলেছেন, ‘সিলেটে লিগ মানেই মোহামেডান, জিমখানা, অনির্বাণ, বীর বিক্রম, এসসিএস। এরা তো তাদের বাইরে অন্য কারো সঙ্গে হারে না। এবার জিমখানা ব্রাদার্স ইউনিয়নের কাছে ১১২ রানে হেরেছে। এটা কেন হেরেছে? জিমখানার কি খুব ভালো লাগছে? কেন এমন ফলাফল হয়েছে তা আপনারাই বলেন।’

তাপস বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও কোচের ছবি প্রকাশ করে এটা বোঝাতে আসবেন না যে লিগ খুব ভালো চলছে। কারণ সবাই বুঝে আপনারা শুধুই ক্ষমতার অপব্যবহার করছেন।’

এসবকে ডিক্টেটরশিপ উল্লেখ করে তিনি বলেছেন, ‘যখন ক্ষমতা থাকবে না, তখন আর এসব দেখাতে পারবেন না। ছেলেরা ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যাবে এই ভয়ে প্রতিবাদ করে না। আমি তাপস বলছি কারণ আমি দেশে থাকি না। তাই এই ভয় আমার নাই, সিলেট স্টেডিয়ামে যাওয়ার প্রয়োজনও নেই আমার।’

ভিডিওর শেষে তিনি সিলেটের ক্রিকেট কর্তাদের উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা ক্রিকেটারদের বিনোদন এবং প্রফেশন দুটোকেই ধ্বংস করে দিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.