Sylhet Today 24 PRINT

ঢাকায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলারের নেতৃত্বে দলটি শুক্রবার সকালে ঢাকায় পা রাখে।

ইংল্যান্ডের এবারের সফরে কোন প্রস্তুতি ম্যাচ নেই। আগের সূচি অনুযায়ী যদিও সেটা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা বদলে যায়।

এদিকে, শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করার কথা ইংলিশদের। এরপর ওয়ানডে দিয়ে মাঠের লড়াই শুরু বুধবার থেকে। প্রথম দুই ওয়ানডে মিরপুরে, পরেরটি চট্টগ্রামে।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৯ মার্চ। পরের দুই ম্যাচ ১২ ও ১৪ মার্চ।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.