Sylhet Today 24 PRINT

সৌরভ গিয়েছিলেন একা, প্রধানমন্ত্রী ডেকে আনলেন ডোনা গাঙ্গুলিকেও

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

দুই দিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে এসেছেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার সন্ধ্যায় ফিরে যান ভারতে। তার আগে সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সাবেক অধিনায়ক। সস্ত্রীক ঢাকায় এলেও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে একাই গিয়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর ইচ্ছায় তড়িঘড়ি করে ডোনা গাঙ্গুলিও সেখানে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ সৌরভ বলেন, ‘ডোনা প্রথমে যায়নি, কারণ ও কোভিড টেস্ট করায়নি। আমার ওখানে (প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ) যাওয়ার জন্য কাল টেস্ট করেছিলাম।’

প্রধানমন্ত্রী অবশ্য এ যুক্তি মানেননি, ‘তিনি বললেন র‍্যাপিড টেস্ট করে এখনই নিয়ে আসতে। এতো বড় মানুষ, ব্যস্ত মানুষ, এতো চাপের জীবন। সেখানে থেকেও এত ছোট্ট ছোট্ট জিনিস যে আনন্দ দেয়, এত ছোট্ট ছোট্ট জিনিস যে তিনি মনে রাখেন– সেজন্যই তো মানুষ এতো বড় জায়গায় পৌঁছায়।’

প্রধানমন্ত্রী-সৌরভ সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট নিয়েও। সৌরভ আশা প্রকাশ করেছেন, ইংল্যান্ডের বিপক্ষে অধরা ওয়ানডে সিরিজ জয়ের আক্ষেপ ঘুচবে এবার।

সৌরভ বলেন, ‘ইংল্যান্ড আসছে, পাপন ভাই বললেন আমরা সবাইকে হারিয়েছে শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম, ইংল্যান্ডকেও হারিয়ে দিবেন। আপনাদের এখানে ঠিক মতো খেললে, আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দিবেন।’

যোগ করেন সৌরভ, ‘বাংলাদেশে প্রচুর ভালো খেলোয়াড়। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষ এখান থেকে এত এত ট্যালেন্ট বের হয়েছে ক্রিকেটে। ব্যাটিং, বোলিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.