Sylhet Today 24 PRINT

যোগ করা সময়ে ৩ গোল করে ম্যাচ জিতল রোনালদোর দল

স্পোর্টস ডেস্ক |  ০৪ মার্চ, ২০২৩

নির্ধারিত ৯০ মিনিটে এক গোলে পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো দল আল-নাসর। ম্যাচ গড়াল যোগ করা সময়ে। যোগ করা সময়ে তিন গোল করে ম্যাচ জিতেছে রোনালদোর দল; এমনটা ঘটল গত রাতে।

ম্যাচ জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদোসহ পুরো দল। রোনালদো গোল না পেলেও হারের মুখ থেকে ফিরে আসার আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন তিনি।

এরআগে নির্ধারিত সময় পর্যন্ত আল-নাসর ১–০ গোলে পিছিয়ে ছিল। পুরোপুরি আল–বাতিনের হাতে থাকা ম্যাচটি নাটকীয়ভাবে মোড় নেয় অতিরিক্ত সময়ে। ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময় হিসেবে যোগ করা হয় ১২ মিনিট। সে সময়েই ঘুরে দাঁড়ানোর অনবদ্য গল্প লিখেন সিআরসেভেনের সতীর্থরা।

আল-নাসরের স্কোরে প্রথম সমতা আসে ৩ মিনিটে। গোল করে আবদুলরহমান ঘারিব হার বাঁচানোর নায়ক বনে যান তখন। কিন্তু ম্যাচ তখনও বাকি। গোল করার কারণে যোগ করা সময় আরেকটু বাড়লেও ম্যাচটা ড্রয়ের পথেই ছিল। কিন্তু শেষ বাঁশি বাজানোর আগেই আসে চরম মুহূর্তটি। এবার ১২তম মিনিটে দলের লিড ও জয় নির্ধারণী গোল করেন মোহাম্মদ মারান। এরপর আরেক গোল।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের উচ্ছ্বাস প্রকাশ করেন সিআরসেভেন। তিনি লেখেন, ‘শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে চলো।’

এমন জয়ে স্বাভাবিকভাবে দারুণ রোমাঞ্চিত থাকার কথা পুরো নাসর দলের। তাই তো কোচও সেটি গোপন করেননি। নাসর কোচ রুডি গার্সিয়াও টুইটারে লিখেছেন, ‘কী এক দৃশ্য! বাঁধভাঙা আবেগ! প্রথমার্ধের পরিস্থিতি বদলে দিতে আমরা মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলাম। এটা একটা দলের জয় এবং জয়ের জন্য তাদের প্রবল আকাঙক্ষার প্রতিফলন।’

এ জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল রোনালদোর দল। ম্যাচ হারা বাতিন সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে। ৪৪ পয়েন্ট নিয়ে আল–ইতিহাদ নাসরের পরের অবস্থানে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.