Sylhet Today 24 PRINT

পানামা ও কিরাসাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ০৪ মার্চ, ২০২৩

বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামছে আর্জেন্টিনা দল।

পানামা ও কিরাসাওয়ের বিপক্ষে এ মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ২৩ মার্চ, রাজধানী বুয়েন্স এইরেসে পানামার বিপক্ষে। আর ২৮ মার্চ সান্তিয়াগো দেল এসতেরোতে কিরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এই দুই ম্যাচের জন্য দেওয়া ৩৫ জনের দলে বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনের সবাইকে রেখেছেন স্কালোনি।

আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল),

নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), নেহুয়ান পেরেস (উদিনেজে), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), মার্কোস আকুনিয়া (সেভিয়া), লাউতারো ব্লাঙ্কো (এলচে), লেয়ান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), এনসো ফের্নান্দেস (বেনফিকা), মাক্সিমো পেররোনে (ম্যানচেস্টার সিটি), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), ফাকুন্দো বুনানোত্তি (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন), আনহেল দি মারিয়া (ইউভেন্তুস), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ভালেন্তিন কারবোনি (ইন্তার দে মিলান), লিওনেল মেসি (পিএসজি), পাওলো দিবালা (রোমা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা) ও আলেহান্দ্রো গোমেস (সেভিয়া)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.