Sylhet Today 24 PRINT

অবসরের পরিকল্পনা মোহাম্মদ আশরাফুলের

স্পোর্টস ডেস্ক |  ০৪ মার্চ, ২০২৩

বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল সবধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

শনিবার (৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের শেষদিনে মোহামেডানে নাম লিখিয়ে অবসরের পরিকল্পনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশরাফুল।

আশরাফুল বলেন, 'এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।'

তিনি আরও বলেন, 'এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালো মতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব।'

উল্লেখ্য, ২০০১ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ২০১৩ সালে খেলেছিলেন আশরাফুল। এরপর ফিক্সিংয়ে নিষিদ্ধ হলে আর ফিরতে পারেননি জাতীয় দলে। তবে খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.