Sylhet Today 24 PRINT

নারী দিবসের ম্যাচ খেলতে পাকিস্তান যাচ্ছেন জাহানারা

স্পোর্টস ডেস্ক |  ০৫ মার্চ, ২০২৩

নারীদের আইপিএলে ড্রাফটে থাকলেও দল পাননি বাংলাদেশের পেসার জাহানারা আলম। তবে নিরাশ হননি পাকিস্তান থেকে। নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনে দল পেয়েছেন এ বাংলাদেশ পেসার। তিনি খেলবেন সুপার উইমেন দলে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এ ক্রিকেটার।

জাহানারা যেই দলে খেলবেন সেই দলের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের নিদা দার। জাহানারার দল সুপার উইমেন ছাড়াও অন্য দলটির নাম অ্যামাজন। পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ দলটির নেতৃত্বে রয়েছেন। দু'দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত সমাজে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এক বিজ্ঞপ্তিতে সুপার উইমেন দলের অধিনায়ক নিদা দার বলেন, ‘এই প্রদর্শনী ম্যাচগুলো আমাদের উদীয়মান খেলোয়াড়দের তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে। বিদেশের যেসব খেলোয়াড় অংশ নিচ্ছে, তাদের অভিজ্ঞতা থেকে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারবে।’

আগামী ৮, ১০ ও ১১ মার্চ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রদর্শনী ম্যাচগুলো। পিসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এ ম্যাচের মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন করবে তারা।

অ্যামাজনস দল: বিসমাহ মারুফ, আলিয়া রিয়াজ, আনাম আমিন, আরিশা নূর, আয়মান ফাতিমা, ফাতিমা খান, ফাতিমা সানা, ঘুলাম ফাতিমা, গুল ফিরোজা, কাইনাত ইমতিয়াজ, লউরা ডিলেনি, লাউরেন উইনফিল্ড হিল, মাইয়া বৌচিয়ের, নাশরা সিন্ধু, সাদাফ শামাস, ট্যামি বেউমন্ট, টেস ফ্লিনটফ, উম্মে হানি।

সুপার উইমেন দল: নিদা দার, আইমেন আনোয়ার, চামারি আতাপাত্তু, দানি ইয়াত, ইরাম জাভেদ, জাহানারা আলম, লাউরা উলভার্ট, লি তাহুহু, মুনিবা আলী, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেইল, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদ্রা আমিন, সিদ্রা নাওয়াজ, সৈয়দা আরব শাহ, সৈয়দা মাসুমা জাহরা, তুবা হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.