স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০২৩ ০১:৪৬

রাফিনিয়ার গোলে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সেলোনা

পেনাল্টি মিস, ডিফেন্ডারের লালকার্ড; তবু ফলটা খারাপ হয়নি বার্সেলোনার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের দল।

এই জয়ে কাতালান ক্লাবটি লা লিগার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে গেছে ১০ পয়েন্টে।

রোববার কাম্প নউয়ে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের অনেকটা সময় ১০ জন নিয়ে খেললেও ফলাফলে প্রভাব পড়েনি।

ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে বুসকেতস ক্রস বাড়ান ডি-বক্সে। হেডে ফাঁকা জালে পাঠান রাফিনিয়া।

৫৩তম মিনিটে ক্রিস্টেনসেনের শট গুইলামনের হাতে লাগলে পেনাল্টি পায় বার্সেলোনা। ফেরান তরেস শট নেন। তার দুর্বল শট বাঁ পোস্টের বাইরে লাগে।

এর কিছুক্ষণ পর আরেকবার হতাশায় পোড়ে বার্সেলোনা। এ বার ভ্যালেন্সিয়া উগো দুরোকে বক্সের মধ্যে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন আরাউহো।

১০ জনের দলে পরিণত হওয়ার পর তরেসকে সামনে রেখে বার্সেলোনার বাকি সবাই রক্ষণে নেমে যান। যা শেষ পর্যন্ত ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভি-বাহিনী।

২৪ ম্যাচে ২০ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৬২। এক ম্যাচ কম খেলা রিয়াল ৫২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

আপনার মন্তব্য

আলোচিত