Sylhet Today 24 PRINT

প্রথমবার বাংলাদেশের পেস বোলাররা দশে-দশ

স্পোর্টস ডেস্ক |  ২৩ মার্চ, ২০২৩

এই প্রথম বাংলাদেশের পেস বোলাররা প্রতিপক্ষের সবগুলো উইকেট নিলেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পেসারদের আগুনে সফরকারীরা অলআউট হয়েছে মাত্র ১০১ রানে।

পেস বোলার হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট, তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট এবং ২ উইকেট নিয়েছেন এবাদত হোসেন।

হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে নেন ৫ উইকেট; তাসকিন নির্ধারিত ১০ ওভারে ২৬ রানে নেন ৩ উইকেট, এবং এবাদত হোসেন ২ উইকেট নিতে খরচ করেন ২৯ রান, করেন ৬ ওভার বল।

উইকেট নেওয়া তিন পেসারের বোলিংয়ে অন্য বিশেষত্বও ছিল এ ম্যাচে। তাদের প্রত্যেকেই কোন এক ওভারে দুই উইকেট করে নিয়েছেন, এটা বাংলাদেশের জন্যে প্রথম।

পেস বোলাররা প্রতিপক্ষের সবকটি উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম ঘটল। এরআগে বাংলাদেশের পেস বোলারদের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল প্রতিপক্ষের ৮ উইকেট নেওয়া। এক ইনিংসে সর্বোচ্চ ৮টি করে উইকেট বাংলাদেশ পেসাররা নিয়েছিলেন ১২ বার।

সবশেষ যা ছিল ২০১৯ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার পার্থে পাকিস্তানের ৮ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। ওই ম্যাচে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ৫ উইকেট, আর বাকি ৩ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.