Sylhet Today 24 PRINT

বৃষ্টি শেষে খেলা শুরু

স্পোর্টস ডেস্ক |  ২৯ মার্চ, ২০২৩

টস হওয়ার পরই নেমে এসেছিল ঝড়। এরপর মুষলধারে বৃষ্টি হয়েছে প্রায় ঘণ্টাখানেক। সেটি থামার পর জানানো হয়েছিল ম্যাচ শুরুর সময় ও দৈর্ঘ্য। কিন্তু পরে আরও এক দফা নেমে আসে বৃষ্টি।

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শুরু হওয়ার নতুন সময় জানানো হয় ৩টা ৪০ মিনিট। সেই খেলা শুরুও হয়েছে, কিন্তু ম্যাচ হবে ১৭ ওভারের। পাওয়ার প্লে হবে ৫ ওভার। দুইজন বোলার সর্বোচ্চ ৪ ওভার করে করতে পারবেন।

এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির টস জেতে আয়ারল্যান্ড। তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.