Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক |  ৩১ মার্চ, ২০২৩

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ওই নারীর আইনজীবীর সূত্রে সংবাদটি প্রকাশ করেছে।

২০১৯ সালের ১ জানুয়ারি মন্তিয়েলের জন্মদিনে এ ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন সেই নারীর আইনজীবী র‌্যাকুয়েল হারমিদা। আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হারমিদা দাবি করেন, মন্তিয়েলের বাসায় এই ঘটনা ঘটেছে।

অভিযোগকারী নারী বুয়েনস এইরেসের লা মাতানজা অঞ্চলে থাকেন, যেখানে এ ঘটনা ঘটেছে, জানান র‌্যাকুয়েল হারমিদা।

রেডিও অনুষ্ঠানের সঞ্চালক পাবলো ডুগান আইনজীবী হারমিদার কাছে জানতে চেয়েছিলেন, মেয়েটি অচেতন হলো কীভাবে? একটু রাগত স্বরেই উত্তর দেন হারমিদা, ‘কারণটা আসলে রুচির। সে একজন মডেল, কিন্তু মদ্যপান করে না। আর তাই সেই রাতে দুবার মদ্যপান শেষ করার আগেই অচেতন হয়ে পড়েছিল।’

হারমিদা আরও বলেছেন, ‘এই যৌন নির্যাতনে কতজন লোক জড়িত, তা সে (নারী) জানে না। তবে মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এটি যৌন নির্যাতন।’

অভিযোগ করার আগে সেই নারী এত দিন সময় নিলেন কেন, এমন প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন হারমিদা। তার দাবি, ঘটনার শিকার নারীটি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আত্মহত্যার কথাও নাকি ভেবেছিলেন। একটু ধাতস্থ হয়ে ওঠার পর লড়াইয়ের সিদ্ধান্ত নেন, ‘এ সময়ে সে আইনজীবী খুঁজেছে। আত্মহত্যার চেষ্টাও করেছে করোনা মহামারির সময়।’

রেডিও ১০-এর ওয়েবসাইটে অভিযোগকারী নারীর মন্তব্য প্রকাশ করা হয়েছে। সংবাদকর্মী নাচো গেনোভার্টের অডিও রেকর্ডের বরাত দিয়ে এ মন্তব্য প্রকাশ করা হয়। ধর্ষণের শিকার হওয়ার দাবি তুলে সেই নারী বলেছেন, ‘ওরা আমাকে যা বলছে, তা মাসের পর মাস স্মরণ করার চেষ্টা করেছি। মন্তিয়েলকে বাঁচানোর চেষ্টায় আমার মস্তিষ্ক ধোলাইও করা হয়েছে। কিন্তু ওর মুখটা তো ভুলে যাওয়া সম্ভব না। আমি জানি না একজন না ২০ জন মিলে ধর্ষণ করেছে। সপ্তাহের পর সপ্তাহ তারা আমাকে ফোন করেছে, হুমকি দিয়েছে। বাসার বাইরে একটি গাড়ি থাকত, ভয় পেতাম বের হলেই হয়তো গুলি করবে। ওর মা ছাড়াও আরও অনেকেই প্রচুর ফোন করে বলেছে, মন্তিয়েলের ক্যারিয়ারের কিছু হলে আমার মাথায় গুলি করবে।’

হারমিদা আরও দাবি করেন, ‘ঘটনাটি ২০১৯ সালের ১ জানুয়ারি। সেদিন ছিল মঙ্গলবার। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সে তাকে ডেকেছিল এবং সেখানে কয়েকজনের ভূমিকা ছিল বয়ফ্রেন্ডের মতো। লা মাতানজায় পার্টিতেও সেই নারীকে নিমন্ত্রণ করা হয় এবং বলা হয় সেখানে তার সময়টা ভালো কাটবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.