Sylhet Today 24 PRINT

চাকরি হারালেন চেলসি কোচ গ্রাহাম পটার

স্পোর্টস ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির কোচ গ্রাহাম পটার চাকরি হারিয়েছেন। চেলসিতে যোগ দেওয়ার ছয় মাসের মধ্যেই তাকে বিদায় করে দিলো ক্লাবটি।

এক বিবৃতি দিয়ে তাকে ছাঁটাই করার বিষয়টি ব্লুজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে চেলসি। ওই হারের পরই তার চাকরি হারানো অনেকটাই নিশ্চিত হয়ে যায়, যার প্রমাণ মিলল ক্লাবের বিবৃতিতে।

তাকে বাদ দেওয়ার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'চেলসি জানাচ্ছে যে, গ্রাহাম পটার ক্লাব ছাড়ছেন। তিনি সম্মত হয়েছেন যে, এই মুহূর্তে ক্লাবের পরিবর্তন দরকার। তার অধীনে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার অবদানের জন্য ধন্যবাদ।'

এরআগে পটার ব্রাইটন এন্ড হোব আলবিয়নের কোচ ছিলেন। নিচের সারির ওই দলের ডাগ আউটে দুর্দান্ত কাজ করেছেন তিনি। ব্রাইটনকে লিগে টপ টেনে রেখেছিলেন। অথচ তার অধীনে চেলসি লিগ টেবিলে নয়ে নেমে গেছে।

পটারের জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে ব্রুনো সাল্টার দায়িত্ব পালন করবেন। তবে বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে যে, চেলসির কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন ক'দিন আগে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব হারানো হুলিয়ান নাগেলসম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.