Sylhet Today 24 PRINT

হতাশা দিয়েই বছর শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

গোলশূন্য একটি ড্র দিয়ে ২০১৬ সালে হতাশা দিয়েই যাত্রা শুরু করলো বার্সেলোনা।

স্প্যানিশ লা লিগার খেলায় শনিবার রাতে বার্সেলোনা ও এসপানিয়লের যে ম্যাচ ছিল সেখানেই গোলশূন্য ড্র পেয়েছে তারকাখচিত বার্সা বাহিনী।

গত ৩১ ম্যাচের মধ্যে এই প্রথম গোলশূন্য ড্র করলো লুইস এনরিকের শিস্যরা।

একই রাতে একদিকে, মেসি-নেইমাররা পেয়েছে গোলশূন্য ড্র আর অন্যদিকে, লেভান্তেকে হারিয়ে বার্সার প্রতিদ্বন্দ্বী দল অ্যাতলেতিকো মাদ্রিদ পেয়েছে জয়।দুই নাম্বারে নেমে গেল বার্সেলোনা


লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসের অদম্য বার্সেলোনার বিপক্ষে শুরু থেকেই লড়ে এসপানিওল।

বার্সেলোনা গোলের প্রথম ভালো সুযোগটা পায় ৩৬তম মিনিটে। বিপজ্জনক জায়গা থেকে মেসি ফ্রি-কিক নিয়েছিলেন। গোলরক্ষক বুঝতেই পারেননি। কিন্তু বাঁকানো শটে বল লাগল ক্রসবারের ডান প্রান্তে।

বিরতির ঠিক আগে মেসি ডি-বক্সে ইনিয়েস্তাকে বল বাড়িয়েছিলেন। তবে শট নেওয়ার সুযোগ পাননি বার্সেলোনার এই প্লেমেকার।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম সুযোগটা পেয়েছিল অতিথিরা। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়ে শট নিতে পারেননি সুয়ারেস। বল পেয়ে নেইমারের নেওয়া শট প্রতিহত হয় রক্ষণে। একটু পরে ডি-বক্সের ভেতরে মেসির শট প্রতিহত হয়।

৫২তম মিনিটে ভালো একটা সুযোগ আসে এসপানিওলেরও। তবে হেরনান পেরেসের শট একটুর জন্য গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

তিন মিনিট পর ম্যাচে গোলের সবচেয়ে ভালো সুযোগটা হারায় বার্সেলোনা। গোলরক্ষককে পেছনে ফেলার পর খুব কাছ থেকে নেওয়া সুয়ারেসের শট লাগে কাছের পোস্টে।
মেসিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ডি-বক্সের প্রান্ত থেকে তার নেওয়া শটে বল যায় সোজা গোলরক্ষকের কাছে।

৭৬তম মিনিটে জরদি আলবার ক্রসে ডি-বক্সে নেইমারের দর্শনীয় বাই-সাইকেল কিক গোলরক্ষকের ঠেকাতে তেমন সমস্যা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.