Sylhet Today 24 PRINT

প্রবল বর্ষণ: সিডনি টেস্টের চতুর্থ দিনও পরিত্যক্ত

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৬

প্রবল বর্ষণে সিডনি টেস্টের তৃতীয় দিনের পর চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষিত হলো।

অস্ট্রেলিয়ার ‍মাটিতে পঁচিশ বছরেরও অধিক সময়ে এ প্রথম টেস্টে টানা দুই দিনে একটি বলও মাঠে গড়ায়নি।

এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাত্র ১১.২ ওভারের খেলা হয়। তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে অজিদের অলরাউন্ড নৈপুণ্যের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। 

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ ৮৬.২ ওভারে সাত উইকেট হাঁরিয়ে ২৪৮ রান। সর্বোচ্চ ৮৫ রান আসে ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের ব্যাট থেকে থেকে। আট নম্বরে নামা কার্লোস ব্রাথওয়েট করেন ৬৯। দিনেশ রামদিন ৩০ ও কেমার রোচ শূন্য রানে অপরাজিত রয়েছেন। 

অজিদের হয়ে দু’টি করে উইকেট তুলে নেন জেমস প্যাটিনসন ও নাথান লিওন। একটি করে উইকেট লাভ করেন জস হ্যাজেলউড ও স্টিভ ও’কিফি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.