Sylhet Today 24 PRINT

এবার দায়িত্ব ছাড়ছেন নারী ফুটবল দলের কোচ ছোটন

সিলেটটুডে ডেস্ক: |  ২৬ মে, ২০২৩

শুক্রবার হঠাৎ করেই বাংলাদেশের জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন সিরাত জাহান স্বপ্না। সাফজয়ী এই সদস্যের ফুটবল ছাড়ার রেশ ধরেই এবার দায়িত্ব ছাড়তে যাচ্ছেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী ৩১ মে'র পর থেকে বাফুফের নারী দলের দায়িত্বে না থাকার কথা নিশ্চিত করেছেন ছোটন।

হঠাৎ দায়িত্ব ছাড়ার বিষয়ে ছোটন বলেন, 'কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। সারা বছর মেয়েদের ক্যাম্প থাকার কারণে বন্ধু বা পরিবারকে সময় দিতে পারি না। এরপর সেভাবে মেয়েদের খেলা নেই। সব মিলিয়ে আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মাসের ৩১ তারিখ পর্যন্ত থাকব।'

গত বছর নেপালে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন জানিয়ে ছোটন বলেন, 'সাফ জিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তখন আমাকে চাকরি ছাড়তে দেওয়া হয়নি।'

পদত্যাগের বিষয়ে গোলাম রব্বানী বলেন, 'আমি জাতীয় দলের হয়ে আর কোনো টুর্নামেন্ট করব না। কয়েক দিনের মধ্যে বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে বাফুফেকে জানিয়ে দেব।'

বাংলাদেশের নারী ফুটবল আজকের যে অবস্থানে এসেছে, তাতে বড় অবদান গোলাম রব্বানীর। প্রায় এক যুগ ধরে নারী দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার নেতৃত্বেই ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.