Sylhet Today 24 PRINT

ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক |  ০৪ জুন, ২০২৩

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি।

শনিবার (৩ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নগরপ্রতিদ্বন্দ্বীকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ শিরোপা জিতে নিয়েছে ম্যানসিটি।

ম্যানচেস্টার ডার্বি জিতে এনিয়ে সপ্তমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ডি ব্রুইনেরা।

ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের পর তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে ঘরোয়া ফুটবলে একাধিকবার ডাবল শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করল সিটি।

ম্যানসিটির সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি আগেই ঘরে তুলেছে তারা। এবার পেল এফএ কাপ শিরোপা। ১০ জুন রাতে চ্যাম্পিয়নস লিগ জয়ের সুবর্ণ রয়েছে তাদের সামনে। ইউরোপের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলে অপূর্ণতা ঘুচে যাবে গার্দিওলা ও ম্যানসিটির।

ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মধ্যে ম্যান ইউনাইটেডের জালে বল জড়িয়ে সিটিকে এগিয়ে দেন গুন্দোগান। এতে একটি রেকর্ডও করে ফেলেছেন তিনি। ১৪ বছর আগের রেকর্ড ভেঙে এফএ কাপের ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন গুন্দোগান। ২০০৯ সালের ফাইনালে চেলসির জালে ২৫ সেকেন্ডে গোল দিয়েছিলেন আগের রেকর্ডটি গড়েছিলেন এভারটনের লুইস সাহা।

ম্যাচের ৩৩তম মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে সমতসূচক গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।

পরে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সিটিকে জয় সূচক উপহার দেন ম্যাচের নায়ক গুন্দোগান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.