Sylhet Today 24 PRINT

মেসির গোল, জয়ে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২৩

ছবি: টুইটার

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা।

শুক্রবার বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েন্স এইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।

গোলশূন্য প্রথবার্ধের পর দ্বিতীয়ার্ধেও একইভাবে গোল পাচ্ছিল না আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৭৮তম মিনিটে ত্রাতা হয়ে আসেন ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া মেসি।

বক্সের ঠিক বাইরের মাঝ থেকে ফ্রি কিক নিয়ে বোকা বানান ইকুয়েডরের গোলরক্ষক গালিন্দেজকে। ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপ জয়ীরা। জয়ে নতুন বিশ্বকাপ মিশন শুরু করেন কোচ লিওনেল স্কালোনি।

এদিন আর্জেন্টিনার জার্সিতে ১০৪ গোল করার পথে লিওনেল মেসি দারুণ একটি গোলের রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে লুইস সুয়ারেজের সমান ২৯ গোল করেছেন তিনি। যা দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.