Sylhet Today 24 PRINT

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে দারুণ শুরু পিএসজির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজেদের মাঠে দারুণ জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

লুই এনরিকের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নামলেও পারফরম্যান্সে সেই বুদ্ধিদীপ্ত প্রদর্শনী ছিল না পিএসজির। মিডফিল্ড আধিপত্য ধরে খেলায় বিপদের মুখোমুখি হতে হয়নি। প্রথমার্ধে সুযোগ পেয়েও তারা হতাশ করেছে।
বিরতির চার মিনিটের মাথায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসে কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল আদায় করলে। অথচ প্রথম সুবর্ণ সুযোগটা পেয়েছিল ডর্টমুন্ড। ডনিয়েল মালেন জায়গা পেয়ে শট নিয়েছিলেন। কিন্তু সেটি সহজেই রক্ষা করেছেন দোন্নারুম্মা।

৫৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন আশরাফ হাকিমি। গোল মুখে ভিতিনহার সঙ্গে দারুণভাবে বল দেওয়া নেওয়া করে নিখুঁত চিপে জাল কাঁপিয়েছেন মরোক্কান ডিফেন্ডার। পরবর্তী ৩০ মিনিট পিএসজির পুরোপুরি নিয়ন্ত্রণেই ছিল। বরুসিয়া হুমকি হয়ে উঠতে পারেনি।

এই জয়ে গ্রুপ ‘এফ’ থেকে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে গেছে পিএসজি। কারণ, তাদের আগে খেলতে নেমে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.