Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-নিউ জিল্যান্ড: বৃষ্টির শঙ্কা আছে দ্বিতীয় ওয়ানডেতেও

স্পোর্টস ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে ফল আসেনি। আজ শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগেও আছে বৃষ্টির আভাস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকায় বৃষ্টি নেমেছে।

স্বাভাবিকভাবেই তাই শঙ্কা জেগেছে, দ্বিতীয় ওয়ানডেও কি তবে পণ্ড হতে চলেছে?

গত কয়েকদিন ধরেই দুপুরের পর থেকে বৃষ্টি দেখেছে রাজধানী। আজকেও তার ব্যতিক্রম হবার সম্ভাবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেই সময় থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ৫.৭ মিলি মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বৃষ্টি বাধায় পড়বে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।

তবে পুরো ম্যাচ পণ্ড হবে, এমনটা নাও হতে পারে। ম্যাচের দৈর্ঘ্য কমে আসবে এমন সম্ভাবনাই বেশি। যেকোন প্রকার ফলাফলের জন্য দুই দলকেই অন্তত ২০ ওভার করে মোট ৪০ ওভারের খেলা হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.