Sylhet Today 24 PRINT

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২৩

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস।

শুক্রবার ফিল্ডিংয়র সিদ্ধান্তের বিষয়ে এডওয়ার্ডস বলেছেন, ‘উইকেটে বেশ ভালো। আলোর নিচে ব্যাটিং করা সহজ হবে। পিচের সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের প্রয়োজন।’

এক বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া হাসান আলি আছেন একাদশে। তার সঙ্গে পেস বোলিংয়ে থাকছেন হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি। ওপেনিংয়ে এশিয়া কাপে ভালো না করলেও ফখর জামানের ওপর আবারও ভরসা রাখছে পাকিস্তান। তার সঙ্গী ইমাম–উল–হক। তিন ও চারে খেলবেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান।

অন্যদিকে ১২ বছর পর বিশ্বকাপে খেলছে নেদারল্যান্ডস। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে একাদশে সাজিয়েছে ডাচরা।

পাকিস্তানের একাদশ—
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি।

নেদাল্যান্ডসের একাদশ—
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.