Sylhet Today 24 PRINT

ডি ককের বিধ্বংসী ব্যাটে দক্ষিণ আফ্রিকার ৩৮২

স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২৩

কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটে বাংলাদেশের বিপক্ষে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

শুরুতে দ্রুত উইকেট নিয়ে বাংলাদেশ শুরুতে চাপে রেখেছিল দক্ষিণ আফ্রিকাকে। শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে ওঠে প্রোটিয়ারা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব আল হাসান।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে ডিফেন্স করতে যান রিজা হেনড্রিকস। আউটসাইড এজ হয়ে যাওয়া বল চলে যায় প্রথম স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তা ধরতে পারতেন তানজিদ হাসান তামিম। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ রান। হেনড্রিকস তখনও রানের খাতা খুলতে পারেননি।

জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।

হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। যেখানে ডি কক আজ খেলছেন ১৫০ তম ওয়ানডে। মাইলফলকের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাঙাচ্ছেন নিজের মতো করে। মার্করামকে নিয়ে বাংলাদেশের বোলারদের বেধড়ক পেটাতে থাকেন ডি কক। তৃতীয় উইকেটে ডি কক-মার্করাম গড়েছেন ১৩৭ বলে ১৩১ রানের জুটি। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব। ৩১ তম ওভারের চতুর্থ বলে সাকিবকে তুলে মারতে যান মার্করাম। লং অফে সহজ ক্যাচ ধরেছেন লিটন দাস। ৬৯ বলে ৭ চারে ৬০ রান করেন প্রোটিয়া ভারপ্রাপ্ত অধিনায়ক।

মার্করামের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৩০.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান। এরপর ব্যাটিংয়ে আসেন হেনরিখ ক্লাসেন। মার্করাম আউট হওয়ার পরই সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক। ৩৫ তম ওভারের প্রথম বলে নাসুম আহমেদকে কাভারে ঠেলে এক রান নিয়েছেন ডি কক। প্রোটিয়া বাঁহাতি ব্যাটারের এটা ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ডি কক করেন ১৪০ বলে ১৭৪ রান। ক্লাসেনের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৯০ রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.