Sylhet Today 24 PRINT

সেঞ্চুরিতে জাত চেনালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২৩

গত এশিয়া কাপে দর্শক হয়ে ছিলেন। বিশ্বকাপ দলে ডাক পাবেন কিনা এনিয়েও ছিল সংশয়, অথচ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার আরও একটি সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্বকাপ।

আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন রিয়াদ। এটা তার বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরির মালিক হলেন তিনি। একাধিক আসরে সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও তিনিই।

১০ চার ও ৩ ছক্কায় ১০৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে তার চতুর্থ সেঞ্চুরি এটি। অন্যটি তিনি করেছেন ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে ধুঁকছিল বাংলাদেশ, সেই কঠিন সময়ে আরেকবার দাঁড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ। দলীয় ৪২ রানে চতুর্থ উইকেট হিসেবে মুশফিকুর রহিম ফেরার পর মাঠে নামেন এই মিডল অর্ডার ব্যাটার।

শেষ পর্যন্ত নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেছেন ১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে ১১১ রান। তার এই সেঞ্চুরিতে বড় লজ্জার হাত থেকে বাঁচল বাংলাদেশ দল।

আগের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে যথাক্রমে ৪১* ও ৪৬ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.