Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল দুঃখ কাটল না

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

স্পোর্টস ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৩

ছবি : এএফপি

আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা। এবার হারল তারা অস্ট্রেলিয়ার কাছে।

কলকাতার ইডেন গার্ডেনে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হারল ৩ উইকেটের ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার করা ২১২ রান অস্ট্রেলিয়া টপকে যায় ৩ উইকেট হাতে রেখে।

ট্রাভিস হেড সর্বোচ্চ ৬২ রান করেন।

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারানো শুরু করে প্রোটিয়ারা। ওভারের শেষ বলে মিচেল স্টার্ককে খোঁচা দিতে চান বাভুমা। এজ হওয়া বল ডাইভ দিয়ে তালুবন্দি করেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক জশ ইংলিশ। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাভুমা।

দক্ষিণ আফ্রিকা ১ রানে ১ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন রাসি ফন ডার ডুসেন। ডুসেনকে নিয়ে ওপেনার কুইন্টন ডি কক বেশ সাবধানী ব্যাটিং করতে থাকেন। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করছে অস্ট্রেলিয়া। যেখানে পঞ্চম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে কাভার ড্রাইভ করেছেন ডুসেন। দুই বারই দারুণভাবে সেইভ করেছেন ডেভিড ওয়ার্নার।

রানের জন্য হাঁসফাঁস করতে থাকা দক্ষিণ আফ্রিকা দ্রুতই হারিয়েছে ছন্দে থাকা ব্যাটার ডি ককের উইকেট। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে জশ হ্যাজলউডকে লেগ সাইডে খেলতে যান ডি কক। আকাশে ভেসে থাকা বল মিড অনে দুর্দান্তভাবে ধরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ১৪ বলে ৩ রান করেছেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটার। রানের জন্য ধুকতে থাকা দক্ষিণ আফ্রিকা প্রথম ১০ ওভারে ২ উইকেটে ১৮ রান করতে পেরেছে। যা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ১০ ওভারে দ্বিতীয় সর্বনিম্ন। ২০০৭ বিশ্বকাপে গ্রেনাডায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়ারা করেছিল ২ উইকেটে ১২ রান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন ডেভিড মিলার। হেনরিক ক্লাসেন করেন ৪৭ রান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.