Sylhet Today 24 PRINT

উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

স্পোর্টস ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৩

ছবি : এএফপি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ে একই ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকেও।

এই হারে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর দ্বিতীয় হার দেখল আর্জেন্টিনা। এটা আবার নিজেদের মাঠেও।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বনেরা স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশনে এগিয়ে আর্জেন্টিনা খেলা শুরু করলেও কাজের কাজটি করতে পারেননি তারা। ম্যাচে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকেরা। অবশ্য প্রথমার্ধে দুই দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগে একটি সুযোগ পেয়ে দুর্দান্ত কাজে লাগিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরাউহো।

৪১ মিনিটে দলকে উদ্যাপনের মুহূর্ত এনে দেন আরাউহো। মাতিয়াস ভিনার পাস থেকে বক্সে বল পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন বার্সেলোনা ডিফেন্ডার।

বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো আরেকটি গোল হজম করে আর্জেন্টিনা। ডারউইন নুনেজের গোলের পর ম্যাচেরও সমাপ্তি হয়। ৮৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.