Sylhet Today 24 PRINT

মারকানায় আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার

স্পোর্টস ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২৩

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের চিরচেনা উত্তাপ ছিল, ছিল উত্তেজনা। মাঠ ও মাঠের বাইরের উত্তেজনা শেষে ম্যাচের নিষ্পত্তি হয়েছে এক গোলে। আর তাতে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

লাখো দর্শকের মারকানা স্টেডিয়ামে বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোল করেন নিকোলাস ওতামেন্দি।

ম্যাচের ৬৩তম মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন ওতামেন্দি।

বিশ্বকাপ বাছাইয়ে এটা ব্রাজিলের টানা তৃতীয় হার। উরুগুয়ে-কলম্বিয়ার বিপক্ষে হারের পর এবার ব্রাজিল হারল আর্জেন্টিনার কাছে। অন্যদিকে, আগের ম্যাচে উরুগুয়ের কাছে দুই গোলে হারের পর এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমেছে ব্রাজিল।

অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দারউইন নুনিয়েজের জোড়া গোলে ৩–০ ব্যবধানে জিতেছে উরুগুয়ে। প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ইকুয়েডরের কাছে ১–০ গোলে হেরেছে চিলি।

৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া।৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.