Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২৩

দেশে টেস্ট সিরিজ খেলে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। খেলছে প্রস্তুতি ম্যাচ। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিরিজ শুরুর আগে নিজেদের ঝালাই করে নিতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪৯.৫ ওভারে ৩৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন ফিফটির দেখা পেয়েছেন।

লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান সংগ্রহ করেন এনামুল হক ও তানজিদ তামিম। ২৬ বলে ৩৩ রানের ইনিংসে ফেরেন এনামুল হক বিজয়।

দ্বিতীয় উইকেটে ১০১ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন তানজিদ তামিম-সৌম্য সরকার। ২০তম ওভারে দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৫৮ রানে আউট হন তানজিদ। কিছুক্ষণ পর ব্যাক্তিগত ৫৯ রানে বিদায় নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য।

১৮৪ রানের সময় আফিফকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। ষষ্ঠ জুটিতে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে ৭০ রান যোগ করেন ডানহাতি ব্যাটার। ৬৩ বলে ব্যক্তিগত ৫৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন।

রিশাদ হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। মাত্র ৫৪ বলের মোকাবিলায় ৮৭ রানের টর্নেডো ইনিংস উপহার দেন রিশাদ। ইনিংসটিতে ১১টি চার ও ৪টি ছক্কার মার মারেন এই অলরাউন্ডার।

চার ব্যাটারের ফিফটিতে নিউজিল্যান্ড একাদশকে ৩৩৫ বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে টাইগাররা। কিউইদের হয়ে সম্রাট সিং সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.