Sylhet Today 24 PRINT

আইপিএল: দিল্লি থেকে চেন্নাই গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২৩

ছবি : সংগৃহীত

আইপিএল নিলামে প্রথমে নাম ছিল ৬ বাংলাদেশি ক্রিকেটারের। চূড়ান্ত তালিকায় এসেছিল ৩ জনের নাম, তবে আজকের নিলামের আগে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নাম প্রত্যাহার করায় বাকি ছিলেন কেবলই মোস্তাফিজুর রহমান। নিলামে থাকা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার দল পেলেন। তাকে দলে টেনেছে আইপিএলের সফল দল চেন্নাই।

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন মোস্তাফিজ। এছাড়া বিসিবির কাছ থেকে পুরো মৌসুম খেলার ছাড়পত্র না পাওয়ায় তাকে নিয়ে অনিশ্চয়তা ছিল, কিন্তু সব অনিশ্চয়তার ইতি টেনেছে মাহেন্দ্র সিং ধোনি দল চেন্নাই সুপার কিংস।

চেন্নাই মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মোস্তাফিজ।

মোস্তাফিজ এর আগে আরও তিনটি দলের হয়ে আইপিএল খেলেছেন। তার অভিষেক হয়েছিল ২০১৬ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর সর্বশেষ আসরে খেলেছিলেন দিল্লির হয়ে।

আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.