Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২৩

নিউজিল্যান্ডে কখনই টি-টোয়েন্টি ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। ওয়ানডেতেও জয় এসেছে মাত্র সবশেষ ম্যাচেই। এবার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সেই জয় অর্জন করল বাংলাদেশ। এনিয়ে গত দুই বছরে ক্রিকেটের তিন সংস্করণেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাল বাংলাদেশ।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে এসেছে সেই আরাধ্য জয়। স্বাগতিকদের মাত্র ১৩৪ রানে আটকে দিয়ে বাংলাদেশ সেই রান টপকে যায় ৫ উইকেট হারিয়ে।

বাংলাদেশের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন লিটন দাস। তার হার না মানা ৪২ রানে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন মাহেদি।

টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান নাজমুল হোসেন শান্ত। শেখ মাহেদি হাসান ও শরিফুল ইসলামের দারুণ শুরুর পর মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৪ রান।

১৬ মাস পর একাদশে ফিরে প্রথম ওভারেই আঘাত করেন মাহেদি। পরের ওভারে জোড়া শিকার করেন শরিফুল। মাত্র ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর আগে কখনও এত কম রানে ৩ উইকেট হারায়নি তারা।

পাওয়ার প্লেতে আরও একবার উইকেট পান মাহেদি। ২০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিউইরা। সেখান থেকে জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের ইনিংসে একশ পার করে তারা।

মাঝের ওভারে বাংলাদেশকে এগিয়ে দেন মোস্তাফিজ। নিশামের পর টিম সাউদির উইকেট নেন তিনি।

শরিফুল নেন সর্বোচ্চ ৩ উইকেট। মাহেদি ও মোস্তাফিজ করেন ২টি করে শিকার। ৪ ওভারে মাহেদি ১৪ ও মোস্তাফিজ দেন ১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিলনে ১৬*, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১*; মাহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, তানজিম ৪-০-৪৫-১, মোস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, রনি ১০, শান্ত ১৯, সৌম্য ২২, হৃদয় ১৯, আফিফ ১, মাহেদী ১৯*)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.