Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টিতে গেইলের ১২ বলে ফিফটি!

স্পোর্টস ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৬

টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ডে ভারতের যুবরাজ সিংকে স্পর্শ করেছেন ক্রিস গেইল। তবে যুবরাজের রেকর্ড দ্রুততম ফিফটি যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের মত আন্তর্জাতিক ম্যাচে, সেখানে গেইলের এ রেকর্ড ছোঁয়া বিগ ব্যাশে।

সোমবার (১৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে গেইল পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ১২ বলে! এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিং ১২ বলে অর্ধশতক করে এই রেকর্ড গড়েন।

১৭১ রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারের শেষ চার বলে পেসার গ্রেগ ওয়েস্টকে মেরেছেন টানা চারটি ছক্কা! বেন লফলিনের করা ইনিংসের তৃতীয় ওভারে দুটি ছক্কা, একটি চার। গেইলের রান তখন ১০ বলে ৪৪, পরের বলে ছক্কা মারলে ভেঙে দিতে পারতেন যুবরাজের রেকর্ড। কিন্তু লফলিনের দারুণ ইয়র্কারে এক রানের বেশি নিতে পারেননি।

তবে রেকর্ড স্পর্শ করেছেন পরের ওভারের প্রথম বলেই। সপ্তম ছক্কায় পঞ্চাশ ছুঁয়েছেন। শেষ পর্যন্ত অনিয়মিত বোলার ট্রাভিস হেডকে আকাশে তুলে ক্যাচ হয়ে ফিরেছেন ১৭ বলে ৫৬ রান করে।
যুবরাজ-গেইলের রেকর্ডের পর টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম অর্ধশতক মার্কাস ট্রেসকোথিকের। ২০১০ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে সমারসেটের ওপেনার ১৩ বলে অর্ধশতক করেছিলেন হ্যাম্পশায়ারের বিপক্ষে।

টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ডও গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে তিনি শতক ছুঁয়েছিলেন ৩০ বলে। রেকর্ড ১৭ ছক্কায় সেদিন ৬৬ বলে খেলেছিলেন ১৭৫ রানের রেকর্ড ইনিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.