Sylhet Today 24 PRINT

ফিফা দ্য বেস্ট পুরস্কার পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২৪

আবারও ফিফা দ্য বেস্ট হলেন নিওনেল মেসি। ২০২৩ ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য বিবেচনা করা সময়ে আর্লিং হালান্ড ট্রেবল জেতায় অনেক বিশ্লেষক তাকে এগিয়ে রাখলেও মেসির হাতেই ওঠে পুরস্কারটি।

মেসি ও হালান্ড সমান ৪৮ পয়েন্ট পান ভোটে। কিন্তু মেসি এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশিবার প্রথমে থেকে। মানে অধিনায়কেরা ভোট দিতে পছন্দের তালিকায় যে তিনজনকে বেছে নিয়েছেন, সেখানে সবচেয়ে বেশিবার শীর্ষে ছিলেন মেসি।

অবশ্য লন্ডনে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি।

সেরা খেলোয়াড় নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময় বিবেচনায় নেওয়া হয়। এ সময়ে মেসি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জেতেন।

পিএসজি ছেড়ে গত জুলাইয়ে তিনি যোগ দেন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। বিবেচিত সময়ে সেখানে দলটির হয়ে ৭ ম্যাচে করেন ১০ গোল। দলটির হয়ে লিগস কাপ জিতে ৪৪ ট্রফি নিয়ে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় হয়ে যান মেসি।

তারই স্বীকৃতি হিসেবে আরেকবার ফিফা বর্ষসেরা হলেন তিনি। এবারের ব্যালন ডি'রও জেতেন মেসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.