Sylhet Today 24 PRINT

পিছিয়ে পড়েও আরেক প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২৪

পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লেখা যেন অভ্যাসে পরিণত করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় লাস পালমাসের বিপক্ষে শনিবার প্রথমে গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

২-১ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে লস ব্লাঙ্কোসরা। এই নিয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচ জিতল তারা, আর অপরাজিত রইল ১৫ ম্যাচ।

প্রথমার্ধে বেশ সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না রিয়াল। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র একা বেশ কয়েকবার চেষ্টা করেছেন বল জালে জড়ানোর। কিন্তু সাফল্য ধরা দিচ্ছিল না। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে বল গড়ানোর মিনিট দশেকের মাথায় প্রথম ডেডলক ভাঙে পালমাস। ম্যাচের ৫৩ মিনিটে লাস পালমাসকে এগিয়ে দেন হাভিয়ের মুনোজ।

পিছিয়ে পড়ে সমতা আনতে খুব বেশি দেরি করেনি রিয়াল মাদ্রিদ। এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়ানো বল ধরে স্কোরলাইন ১-১ করেন ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের শেষ মুহুর্তে রিয়ালের প্রত্যাবর্তনের গল্প লেখেন চুয়ামেনি। ৮৪ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

২১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৫৪, সমান ম্যাচে জিরোনার ৫২। ৪৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। লাস পাসমাস ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.