Sylhet Today 24 PRINT

সুপার সিক্সে পাকিস্তান ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২৪

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম পর্বের সকল ম্যাচ শেষ হয়েছে। নিজেদের গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে টাইগার যুবারা।

গ্রুপ পর্বে অংশ নেওয়া ১৬টি দলের ১২টিই পেয়েছে সুপার সিক্সে জায়গা। সেখানে আসরের নিয়ম অনুযায়ী মোট ছয়টি করে দুই গ্রুপ ভাগ হয়েছে দলগুলো। এতে গ্রুপ ‘ওয়ান’-এ পড়েছে বাংলাদেশ।

তবে সুপার সিক্সে এক গ্রুপে মোট ছয়টি দল থাকলেও সেমিফাইনালে উঠার লড়াইয়ে এই পর্বে দুটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। এতে বাংলাদেশের ম্যাচ পড়েছে পাকিস্তান ও নেপালের বিপক্ষে।

সুপার সিক্সের গ্রুপ ওয়ানে আগের রাউন্ডের গ্রুপ ‘এ’ এর শীর্ষ তিন দল ভারত, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে গ্রুপ ‘ডি’ এর শীর্ষ তিন দল পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। সেখানে টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী গ্রুপ রানার্স আপ হওয়ায় বাংলাদেশের ম্যাচ পড়েছে গ্রুপ ‘ডি’ এর চ্যাম্পিয়ন এবং তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে।

আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে সুপার সিক্সের খেলা। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে, আগামী ৩১ জানুয়ারি। এবং পরের ম্যাচটি ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.