Sylhet Today 24 PRINT

আতলেতিকোয় আটকে গেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪

এক গোলে এগিয়ে থেকে ম্যাচ যখন শেষের দিকে গড়াচ্ছিল, এমনকি নির্ধারিত ৯০ মিনিটও শেষ, তখনই যোগ করা সময়ে সমতার গোল করে ফেলে আতলেতিকো মাদ্রিদ। জয়ের খুব কাছ থেকে মূল্যবান দুটি পয়েন্ট হারিয়ে ফেলল কার্লো আনচেলত্তির দল।

রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইটি শেষ হয়েছে ১-১ ড্রয়ে। ব্রাহিম দিয়াস রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে সমতা টানেন মার্কোস ইয়োরেন্তে।

মাদ্রিদের এই দুই দল চলতি মৌসুমে এর আগেও তিনবার মুখোমুখি হয়েছিল। গত সেপ্টেম্বরে লা লিগায় প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে ৫-৩ ব্যবধানে জেতে আনচেলত্তির দল। পরে তারা ওই ট্রফিটিও ঘরে তোলে।

সপ্তাহখানেক বাদে আবারও মুখোমুখি হয় তারা, কোপা দেল রের শেষ ষোলোয়। ওই ম্যাচও গড়ায় অতিরিক্ত সময়ে; যেখানে ৪-২ গোলে হেরে বিদায় নেয় রিয়াল। এবার তাদের ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। ঘরের মাঠে সেই সম্ভাবনাও জাগায় দলটি, কিন্তু তীরের কাছে গিয়ে তরী ডুবল তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় রিয়াল মাদ্রিদ। আতলেতিকোও তাদের চিরচেনা জমাট রক্ষণ গড়ে তোলে। প্রথম পাঁচ মিনিটেই গোলের উদ্দেশ্যে তিনটি শট নেয় তারা, যদিও কোনোটিতেই প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি।

২০তম মিনিটে ডি-বক্সে দুইবার বল বিপদমুক্ত করার সুযোগ পেয়েও পারেনি আতলেতিকো। দ্বিতীয় দফায় লুকাস ভাসকেস চেষ্টা করেন জুড বেলিংহ্যামকে খুঁজে নেওয়ার; কিন্তু প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল পেয়ে যান ব্রাহিম দিয়াস। ঠাণ্ডা মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে গোলরক্ষকের সামনে চিপ শটে বল জালে পাঠান দিয়াস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অঁতোয়ান গ্রিজমানের কর্নারে দারুণ হেডে পেছনের পোস্ট দিয়ে জালে বল জড়ান স্তেফান সাভিচ। তবে উল্লাস থেমে যায় মুহূর্তেই; ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি, অফসাইডে ছিলেন সাউল নিগেস।

নির্ধারিত ৯০ মিনিটের পর চার মিনিট যোগ সময়ের তৃতীয় মিনিটে সব ওলটপালট; মেম্ফিস ডিপাইয়ের হেড পাস ডি-বক্সে পেয়ে হেডেই ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োরেন্তে।

ম্যাচ থেকে পয়েন্ট হারালেও লিগ টেবিলে অবশ্য শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ; ২৩ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.