Sylhet Today 24 PRINT

রোনালদোর গোলে শেষ আটে আল নাসর

স্পোর্টস ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৪

চোট কাটিয়ে ফেরার পর দুর্দান্ত ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি। যার সর্বশেষটি এসেছে গতকাল আল ফাইহার বিপক্ষে। তার সঙ্গে আরেক পর্তুগিজ ওতাভিওর গোলে ২-০ গোলের জয়ও পেয়েছে আল নাসর।

এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোর জয়সূচক গোলে এগিয়ে ছিল সৌদি আরবের ক্লাব। ঘরের মাঠে তাই গোল শূন্য ড্র করলেও চলত নাসরের।

তবে যে দলে রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলার আছেন সেখানে জয় ছাড়া কী আর শেষ আটে যাওয়ার আনন্দ মেলে! দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে গতকাল সেটাই হয়েছে। আল-আওয়াল পার্কে ১৭ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন রোনালদোর স্বদেশি ওতাভিও। আল খাইবির ক্রস থেকে শুধু মাথাটাই ছুঁয়েছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার।

ওতাভিওর গোলেই বিরতিতে যায় আল নাসর। ম্যাচে প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখিয়ে যখন জয়ের দ্বারপ্রান্তে আল নাসর ঠিক তখনই দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। ডি বক্সে পাওয়া পাসটি ফাইহার গোলরক্ষক ভ্লাদিমির স্টোকোভিচ ক্লিয়ার করতে সামনে আসলে তাঁকে বোকা বানিয়ে ফাঁকা গোলবারে বলটি জড়িয়ে দেন সিআর সেভেন।

এতে আল নাসরের টানা তৃতীয় জয়ের মতো টানা তিন ম্যাচেই গোল করেন রোনালদো। প্রতিপক্ষের বিপক্ষে দুই লেগের মাঝে সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে এক গোল করেছেন তিনি।

ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘কী দুর্দান্ত রাত! আমরা এখন পরের ধাপে। সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.